আশকোনার জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী জঙ্গী, পুলিশের টিয়ারশেল

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর আশকোনার একটি তিন তলা ভবনের জঙ্গি আস্তানায় অবস্থান করা এক নারী জঙ্গী গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। বোরকা পরিহিত ওই নারী একটি শিশুসহ ভবনের সামনে এসে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছে এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা মীর সাব্বির জানান গ্রেনেডে আহত নারী ভবনটির সামনে পড়ে আছেন বলে পুলিশের একজন কর্মকর্তা তাকে জানিয়েছেন। পুলিশ ভেতরে থাকা জঙ্গিরা আর যেন কোন আক্রমণ চালাতে না পারে সেজন্য তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে। ভেতরে থাকা জঙ্গিদের কাছে বিস্ফোরক ও গুলি রয়েছে বলে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন।খবরঃবিবিসি বাংলা