আমেরিকা ইজরায়েলের স্বার্থের বিপক্ষে গেল
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আমেরিকা প্যালেস্টাইন নিয়ে ভিন্ন অবস্থান নিল। ওয়াশিংটন ইজরায়েলের স্বার্থের বিপক্ষে গিয়ে প্যালেস্টাইনে ইজরায়েলের অধিকৃত অংশে নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা এক প্রস্তাবনায় ভোটদানে বিরত থাকল।
যার জেরে এই প্রস্তাবনা পাস হয়ে গেল। আমেরিকা ভেটো ক্ষমতা প্রয়োগ করে এই প্রস্তাব রুখে দিতে পারত। দীর্ঘদিনের মিত্র ইজরায়েলের প্রধানমন্ত্রী বেজ্ঞামিন নেতানেহায়ু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২২ ডিসেম্বর আবেদন করেছিলেন ভেটো ক্ষমতা প্রয়োগ করে ‘ইজরায়েল বিরোধী প্রস্তাবনা’ রুখে দিতে। কিন্তু ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ওয়াশিংটন মনে করে এই নির্মাণের কাজ সম্পন্ন হলে প্যালেস্টাইন এবং ইজরায়েলের মধ্যে স্থিতাবস্থা নষ্ট হবে। নতুন করে অস্থিরতা দেখা দেবে।
ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হননি। মার্কিন অবস্থানে তিনি যে খুশি হতে পারেননি তা টুইট করে জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০ জানুয়ারির পর পরিস্থিতি অন্যরকম হবে। শুক্রবার এই নির্মাণের বিরুদ্ধে প্রস্তাব এনেছিল নিউ জিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, সেনেগাল। মিশরও প্রাথমিকভাবে এই প্রস্তাবে সায় দিয়েছিল। তবে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নেয় মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের চাপে । অবশেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪ দেশের ভোটাভুটিতে পাস হয়ে গেল এই প্রস্তাব।