১১৮ জন যাত্রীসহ লিবিয়ান বিমান ছিনতাই

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

১১৮ জন যাত্রীসহ লিবিয়ার বিমান ছিনতাই হয়েছে। পথ বদল করে নামানো হয় মাল্টায়। অপহরণকারীরা সেখানে এখন পর্যন্ত ৬৫ জন যাত্রীকে মুক্তি দিয়েছে। ছিনতাইকারীরা  এ৩২০ বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাদের দাবিদাওয়া জানা যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী দায়ও নেয়নি। তাদের কাছে দুটি হ্যান্ড গ্রেনেড রয়েছে। মাল্টা বিমানবন্দরের ওই চত্বরে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিমানের উড়ান এবং অবতরণ নিষিদ্ধ করা হয়েছে।  অপহৃত বিমানের ইঞ্জিন এখনও চলছে বলে নিরাপত্তারক্ষীরা জানিয়েছে।

afrikia
আফ্রিকিয়া এয়ারলাইনসের বিমানটি দক্ষিণ পশ্চিম লিবিয়ার সেভা থেকে রাজধানী ত্রিপোলি যাচ্ছিল। মাঝআকাশ থেকে ছিনতাই করা হয়েছে বিমানটি। খবর ঘোষণা করেছেন খোদ মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট। লিবিয়া উপকূল থেকে ৫০০ কিলোমিটার উত্তরে রয়েছে মাল্টা দ্বীপ। ‌২০১১ সালে ক্ষমতাচ্যুত হয় লিবিয়ার শাসক মুয়াম্মর গাদ্দাফী। তার পর থেকেই অশান্ত লিবিয়া। পাশ্চাত্য সমর্থিত শাসক এবং বিরোধীদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই চলছে। পুরো দেশে কর্তৃত্ব স্থাপন করতে পারেনি পাশ্চাত্য সমর্থিত সরকার। সেনা অফিসার মার্শাল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী পূর্বদিক দখলে রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *