সিরিয় সেনাবাহিনী আলেপ্পো শহরের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সিরিয় সেনাবাহিনী পুনরায় আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। গত প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে এটি দেশটির সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল রেডক্রস জানিয়েছে গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি যোদ্ধা এবং বেসামরিক মানুষকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো থেকে সরিয়ে নেয়া হয়েছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শহরটিতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

aleppo

জানা যাচ্ছে ভারী বরফের স্তূপ, কনকনে শীত আর ভাঙ্গাচোরা পরিত্যক্ত যানবাহনের কারণে শহরের নিয়ন্ত্রণ নিতে কিছুটা দেরি হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বহু মানুষকে অপেক্ষা করতে হয়েছে সরকারি উদ্ধার বাহিনীর আশায়।

সরকারি বাহিনী শহরটির দখল নেবার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়। তারা প্রেসিডেন্ট আসাদের নামে স্লোগান দিচ্ছিল এমন দৃশ্যও দেখানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে। জেনেভাতে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বলছেন, সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার কাজটি এখন নতুন করে শুরু করা হবে।

এদিকে, সিরিয়ার মানবাধিকার কর্মীরা জানিয়েছে, গতকাল ইসলামিক স্টেট গ্রুপের নিয়ন্ত্রণে থাকা শহর আল-বাবের কাছে প্রায় ৫০জন বেসামরিক মানুষ মারা গেছে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াই এর সময় । তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে ঐ লড়াই এ ১৪ জন তুর্কি সৈন্য নিহত হয়েছে। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *