মসুলে পৃথক তিন গাড়ী বোমা হামলায় নিহত ২৩

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

পৃথক তিন গাড়ি বোমা হামলায় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানিয়েছে মসুলে ইরাকি বাহিনীর পুনর্দখল করা অংশেই আইএস এই হামলা চালিয়েছে বলে।
mousul
আইএস দাবি করছে , তাদের তিনজন সদস্য নিজেদের উড়িয়ে দিয়ে অন্তত ২০ জনকে হত্যা ও বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে। কুকজালির একটি বাজারের সামনে বৃহস্পতিবার তিনটি গাড়িবোমা বিস্ফোরিত হলে ১৫ বেসামরিকসহ ২৩ জন নিহত হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে।খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *