নারায়ণগঞ্জবাসী উন্নয়নের ধারাবাহিকতার গুরুত্ব বুঝেছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের জনগণ দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় নির্বাচিত করার মধ্য দিয়ে ।নারায়ণগঞ্জবাসী একই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে।
শুক্রবার সন্ধ্যায় সেলিনা হায়াৎ আইভী জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গণভবনে যান। সঙ্গে মিষ্টিও নিয়ে যান । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভীকে অভিনন্দন জানান বড় ব্যবধানে জয়ের জন্য । প্রধানমন্ত্রী আনন্দচিত্তে আইভীকে বুকে টেনে নেন এবং কপালে চমু খান।
এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, উন্নয়ন অব্যাহত থাকে যখন একটা সরকারের ধারাবাহিকতা থাকে । এ বিষয়টি নারায়ণগঞ্জের মানুষ বুঝতে পারার জন্য তিনি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান।
নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন। আইভী এর আগেও দুই দফায় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।