দুই বন্দিকে জীবন্ত পুড়িয়ে মেরে ভিডিও ছাড়ল আইএস

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

কখনও বন্দিদের সমুদ্রের ধারে নিয়ে গিয়ে পর পর গুলি করে হত্যা। আবার কখনও শিরচ্ছেদ। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এমন সব ভয়ানক কাণ্ড ঘটিয়ে তার ভিডিও তুলে আপলোড করে আতঙ্ক তৈরি করার চেষ্টা আগেও বেশ কয়েক বার করেছে। এ বার আরও ভয়াবহতা আর নৃশংসতার নিদর্শন রাখল তারা।

আইএস তুরস্কের দুই বন্দি সেনার হাত-পা বেঁধে তাঁদের জীবন্ত পুড়িয়ে মারল । আর ধারন করে রাখল তার ভিডিও। তারা ১৯ মিনিটের সেই ভিডিও প্রকাশও করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই দুই সেনাকে চেন দিয়ে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে ওই জঙ্গিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে তুর্কি ভাষায় হুমকি দিতেও শোনা গিয়েছে।

isis

সেখানে রাশিয়া, তুরস্ক এবং সিরিয়া একসঙ্গে অভিযান চালাচ্ছে সিরিয়াকে আইএস জঙ্গিদের কবল থেকে মুক্ত করতে। একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস করে আইএস জঙ্গিদের প্রায় কোণঠাসা করে ফেলেছে। ইতিমধ্যেই সিরিয়ায় চার বছর পর সরকার বিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি আলেপ্পো দখলমুক্ত হয়েছে। আলোপ্পো প্রদেশের একটা অংশ ছাড়াও সিরিয়ার আরও কিছু এলাকায় এ বার আইএস দমনকেই বেশী গুরুত্ব দিচ্ছে সরকার।

গত ২৪ অগস্ট থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে তুরস্কও। দু’দিন আগেই  ১৮ জন তুরস্ক সেনা নিহত হয় আইএস-এর হামলায়। তুরস্কের বিরুদ্ধে এত দিনের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় আঘাত । আইএস-এর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিয়ে ফুসে উঠছে তুরস্ক। ঠিক এমন সময় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দুই তুরস্ক সেনাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা।খবরঃআনন্দ বাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *