মুস্তাফিজ আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড়

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে আইসিসি ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে। মুস্তাফিজই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে কোনো আইসিসি পদক জিতলেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি আইসিসির অ্যাওয়ার্ড দেয়ার জন্য বিবেচনায় নিয়েছে। এই সময়ে মুস্তাফিজ ৮টি উইকেট নিয়েছেন তিনটি ওয়ানডে খেলে এবং ১৯ উইকেট নিয়েছেন ১০টি টি টোয়েন্টিতে। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে মুস্তাফিজুর বলেছেন, এই অ্যাওয়ার্ড আমার বছরের সেরা পুরস্কার এবং সামনের দিনগুলোতে আরো ভালো খেলার জন্য অনুপ্রেরণা দেবে। আমি অনেক আনন্দিত ও গর্বিত প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি অ্যাওয়ার্ড জিততে পেরে। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন সামনে যে সুযোগ পাবো তার সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করবো।
mostafiz
এদিকে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সহযোগী দেশের সেরা খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। নিউজিল্যান্ডের সুজি বেনেটস নারী ক্রিকেটের সেরা খেলোয়াড় হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.