১০২ বছরের বৃদ্ধ কাজে টিকে থাকার লড়াইয়ে জিতলেন
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত অগাস্টে ১০২ বছর বয়স্ক বিজ্ঞানী ডেভিড গুডালকে জানিয়ে দেয় তিনি আর বিশ্ববিদ্যালয়ে বসে কোনো কাজ করতে পারবেন না। পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে তিনি দুই দশক ধরে গবেষণার কাজ করে আসছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জানিয়েছিল যে বয়সের কারণে তাঁর জন্য অফিস থেকে কাজ করা ঝুঁকিপূর্ণ এবং সে জন্য গবেষণার কোনো কাজ করতে চাইলে তাকে বাসায় বসেই করতে হবে। কারণ সহকর্মীরা কর্মস্থলে তার নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিনা বেতনে ডঃ গুডাল ওই বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন। এটা একটা সাম্মানিক পদ। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী। গত ৭০ বছরের বিজ্ঞানী জীবনে তিনি শতাধিক গবেষণাপত্র লিখেছেন পরিবেশ বিষয়ে। ডঃ গুডাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন গত কয়েক মাস এবং কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাঁর যুক্তি মেনে নিয়ে এখন বিশ্ববিদ্যালয়েরই অন্য একটি ক্যাম্পাসে তাকে কাজ করার জায়গা করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলার বিবিসিকে বলেছেন, ডঃ গুডালকে বিশ্ববিদ্যালয়ের ভেতর উপযুক্ত একটি অফিস দিতে পেরে আমরাও সন্তুষ্ট।
ডঃ গুডালও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “আশা করি আরও অনেকদিন আমার কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব আমি। আর সবকিছুই নির্ভর করবে আমার দৃষ্টিশক্তি কতটা ভাল থাকে তার ওপর।” তিনি বলেছেন, “বিষয়টা নিরাপত্তার নয়, ওরা অহেতুক আমার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করছিল।”ডঃ গুডাল শখ করে নাটকও করতেন। কিন্তু সম্প্রতি গাড়ি চালিয়ে তিনি মহড়ায় যেতে অক্ষমতার কারনে নাটকে অংশ নেওয়াও তাকে ছাড়তে হয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের কাজও তিনি ছাড়তে মোটেই রাজি ছিলেন না।খবরঃবিবিসি