নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হল স্যর আইজ্যাক নিউটনের লেখা বই ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নিউ ইয়র্ক: স্যর আইজ্যাক নিউটনের লেখা বই ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’ নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হল। বুধবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিউ ইয়র্কের ‘ক্রিস্টিজ অকশন’ সংস্থা থেকে ৩৭ লক্ষ মার্কিন ডলার খরচ করে বইটি কিনেছেন। এর আগে কোনও বিজ্ঞান বিষয়ক বই এত দামে বিক্রি হয়নি।
১৭৮৭ সালে লেখা এই বইটিতেই নিউটন প্রথম গতিসূত্র এবং মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন । প্রথম সংস্করণে ইউরোপ মহাদেশের জন্য ৮০টি এবং ব্রিটেনের জন্য ৪০০টি বই প্রকাশিত হয়েছিল। এই বইটিও সেই প্রথম সংস্করণের একটি। চামড়ায় মোড়া ২৫২ পাতার বইটিতে কাঠে খোদাই করা একটি নকশাও রয়েছে। ‘প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’–র মূল পাণ্ডুলিপিটি ইংল্যান্ডের ‘রয়্যাল সোসাইটি’–তে রাখা আছে।
আর একটি প্রতিলিপি ছিল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেম্সের কাছে। ২০১৩ সালে সেটি ২৫ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়। বুধবার নিউ ইয়র্কে আরও কিছু পাণ্ডুলিপি এবং বই নিলামে তুলেছিল ‘ক্রিস্টিজ অকশন’ সংস্থা। খবরঃআজকাল