গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৪
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ সকাল ৮টার সময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আশংকাজন অবস্থায় আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলাধীন মীরের বাজার-রূপগঞ্জ সড়কের উলুখোলা ব্রিজের পাশে শ্রমিকবাহী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয় জনতা আহত ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হতাহতরা সকলেই নেত্রকোনার বাসিন্দা।
নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।