ইন্দোনেশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

রোববার দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ উড্ডয়ন চলাকালে পাপুয়া প্রদেশের প্রত‌্যন্ত পার্বত‌্য এলাকায়  বিমানটি বিধ্বস্ত হয়।

তল্লাশি ও উদ্ধার সংস্থার অভিযান প্রধান ইভান রিসকি টিটাস জানিয়েছেন, গন্তব‌্যস্থান ওয়ামেনার কাছে বিমানটি বিধ্বস্ত হয় স্থানীয় সময় রোববার ভোর সোয়া ৬টার দিকে। ভোর ৫টা ৩৫ মিনিটে টিমিকা শহর থেকে হারকিউলিস সি১৩০ বিমানটি উড্ডয়ন করেছিল। লিসুওয়া পর্বতের যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খুঁজে পাওয়া গেছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ওয়ামেনায় নিয়ে যাওয়া হয়েছে।

military-plane-crash-in-indonesia1

বিবিসি জানিয়েছে, নিহতদের মধ‌্যে তিনজন পাইলট ও অপর ১০ জন সামরিক ব‌্যক্তি ছিল। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে বিমানটি খাদ‌্য সরবরাহ নিয়ে টিমিকা থেকে ওয়ামেনা যাচ্ছিল। ভৌগলিকভাবে অত‌্যন্ত দুর্গম দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের কোনো কোনো এলাকায় সড়ক পথে যাওয়া সম্ভব না হওয়ায় সাধারণত বিমানযোগে মালামাল সরবরাহ করা হয়ে থাকে। খবরঃ রয়টার্স ও বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *