গাজীপুরে বাসের ধাক্কায় লেগুনার ৬ যাত্রী নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 gazipur_crash
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন ইত্তেফাককে জানান, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলেই ছয়জন নিহত ও আটজন আহত হন। যাত্রীবোঝাই লেগুনাটি দুমড়েমুছরে যায়।
আহত সবাই লেগুনার যাত্রী ছিলেন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। । হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। খবরঃইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *