চীন দক্ষিণ চীন সাগরে মার্কিন ডুবোযান আটক করেছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

চীন দক্ষিণ চীন সাগরে চালক বিহীন একটি মার্কিন ডুবোযান আটক করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবী করছেন, আমেরিকান একটি গবেষণা জাহাজ, ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসাবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল।

পেন্টাগন বলছে, চালক বিহীন ডুবোযানটি ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় তথ্য সংগ্রহ করছিল। পেন্টাগন দাবি করছে চীনের সৈন্যরা একটি ছোট নৌকায় এসে যানটি ছিনিয়ে নিয়ে যায়। ওশেন গ্লাইডার নামের ওই ডুবোযানটি পানির লবণাক্তটা ও তাপমাত্রা পরীক্ষার কাজ করে বলে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন।

submarine

মার্কিন কর্মকর্তারা ডুবোযানটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবি জানিয়েছে । এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে।  বেইজিং এর তরফ থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি। চীন দাবি করে আসছে দক্ষিণ চীন সাগর নিজেদের এলাকা বলে। আর তাতে আপত্তি রয়েছে প্রতিবেশী ভিয়েতনাম ও ফিলিপাইনের।

প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলছে ওই সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে ওই দ্বীপে সামরিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি ওই এলাকা আন্তর্জাতিক জলসীমার অংশ। সেখানে সবার যাতায়াতের অধিকার রয়েছে বলে তারা মনে করে।খবরঃবিবিসি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *