যশোরে চীনা নাগরিক খুন হয়েছে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যশোরে এক চীনা নাগরিককে খুন করা হয়েছে। উপশহর এলাকার মহিলা কলেজের পাশ থেকে বৃহস্পতিবার সকালে চাং হিং সঙ (৪৫) নামে ওই ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাতে এই চীনা নাগরিকের মাথায় রড দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।
এই ঘটনায় মুক্তাদির রহমান ও নাজমুল হাসান পারভেজ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। দুজনের বাড়িই নেত্রকোনার চকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাং হিং সঙ ব্যাটারি চালিত রিক্সার ব্যবসা করতেন ও দীর্ঘ দিন ধরে যশোরে বসবাস করছিলেন। ওই বাড়িতে তার স্ত্রীও থাকেন।