ঘন কুয়াশায় বঙ্গোপসাগরে ৪ লাইটারেজ জাহাজডুবি

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পণ্যবোঝাই চারটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে বঙ্গোপসারে। আজ বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এ জাহাজগুলো ডুবে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শাহ সিমেন্টের ১০৫০ টন ক্লিংকার নিয়ে এমবি ল্যাবস-১ নামের একটি জাহাজ ডুবে গেছে। গ্লোরি অব শ্রীনগর-৪ ভুট্টাবহনকারী জাহাজটি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সন্দ্বীপের ভাসানচর এলাকায় জাহাজটি ডুবে যায়।

আর ঘসিয়াচর এলাকায় ডুবে যায় এক হাজার ৯০০ টন চিনিবহনকারী এমভি দারিন্দাসাব জাহাজটি। বিসিআইসির এক হাজার ৮০০ টন রক ফসফেট বহনকারী এমভি মজনু নামের একটি জাহাজও ডুবে যায়। ঘন কুয়াশার কারণে ভোর চারটা থেকে সকাল ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।