অবরুদ্ধ আলেপ্পোতে অবশেষে যুদ্ধ প্রায় শেষ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে অবরুদ্ধ আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান হল। আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সমর্থিত সরকারি বাহিনী। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে চুক্তিতে। আর বিদ্রোহীরা চাচ্ছেন বেসামরিক মানুষ জনকেও যেন তাদের সাথে পালানোর সুযোগ দেয়া হয়।

aleppo1

ছবিঃ গত সোমবার পূর্বাঞ্চলে বিজয় সমাগত এই খবর পেয়ে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে থাকা বাসিন্দারা বিজয়োল্লাস করে

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার বার্তাটি জানিয়েছেন। বিদ্রোহীদের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে আলেপ্পোতে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হবার পর। বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়। রুশ সমর্থিত সরকারি বাহিনী আলেপ্পোতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে জাতিসংঘ অভিযোগ করছে। সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে বলে দাবী করছে সংস্থাটি।

সরকারি বাহিনীর বিরুদ্ধে এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে। রাশিয়া এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published.