৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজন গ্রেফতার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশে নিখোঁজ এক ব্রিটিশ নাগরিককে খুঁজে দেয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব চার এর কমান্ডার খন্দকার লুৎফুল কবির জানিয়েছেন, হাজি আলম নামে এক ব্যক্তি ইয়াসিন মোহাম্মদ তালুকদার নামের নিখোঁজ ঐ ব্রিটিশ নাগরিকের মায়ের কাছে থেকে কয়েক দফায় ৫০ লাখ টাকা নেয়। তিনি আরো জানান, ছেলেকে খুঁজে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো হাজি আলম। তবে টাকা নেয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দিলে তালুকদারের মা সুরাইয়া আক্তার বিষয়টি গণমাধ্যমের নজরে আনেন।

স্থানীয় গণমাধ্যমে চার মাস আগে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াসিন মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে মামলা রয়েছে এবং র‍্যাবই তাকে তুলে নিয়ে গেছে বলে তার মায়ের বরাত দিয়ে এর আগে খবর প্রকাশিত হয়েছিলো। এ অভিযোগ অস্বীকার করেছেন র‍্যাবের কর্মকর্তা।

অন্যদিকে তিনি বলছেন, হাজি আলম শুরুতে দুই কোটি টাকা চেয়েছিল। স্থানীয় গণমাধ্যমে সূত্র থেকে জানা যায় গ্রেফতারকৃত এই ব্যক্তি নিজেকে পুলিশের ‘ইনফরমার’ পরিচয় দিয়েছিলো। হাজি আলমকে গ্রেফতার করা হয়েছে গতকাল গভীর রাতে। হাজি আলমই তালুকদারকে অপহরন করেছে কিনা সেটা জানার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *