রাষ্ট্রপতি বিএনপিসহ ৫ দলকে সংলাপের জন্য ডেকেছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ‌্য দিয়ে আগামী ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে।
গতকাল সোমবার বিকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় বিএনপি, ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ডেকেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন।
president-house
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন । প্রস্তাবে সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সর্বজনশ্রদ্ধেয় বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেন তিনি। বিএনপির প্রস্তাবটি ওই দিনই আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে। গত ৬ ডিসেম্বর খালেদা জিয়ার ওই প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।
সংবিধান মোতাবেক, নির্বাচন কমিশন গঠন করার এখতিয়ার রাষ্ট্রপতির হাতে। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। ২০১২ সালে তত্কালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন । আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান কমিশনের মেয়াদ শেষে হবে। ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে নতুন ইসির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *