নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে-স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মাদ্রাসাসহ সারাদেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান খান কামাল নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন , আইন-শৃঙ্খলা বাহিনী সব জঙ্গিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে। নিজের ইচ্ছায় পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন মাদ্রাসার অনেক শিক্ষার্থী। -বাসস