নিউজিল্যান্ড সিরিজে ভালো করা সম্ভব, তবে বাধা কন্ডিশন : মাশরাফি বিন মুরতজা

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দেশের মাটিতে টাইগারদের নিউজিল্যান্ডকে দুইবার হোয়াইট ওয়াশ করার মধুরস্মৃতি রয়েছে । কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে কখনোই খুব ভালো করতে পারেনি মাশরাফি-সাকিবরা।
আর টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা এজন্য সেখানকার কন্ডিশনকেই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন । মরতুজা শুক্রবার সফর পূর্ববর্তী সম্মেলনে এমনটাই জানান।
masrafi-1
তিনি আরো জানান, ‘আমরা গত বছর সবই হোম ম্যাচ খেলেছি এবং বেশির ভাগ ম্যাচই আমরা জিতেছি। এখন চ্যালেঞ্জটা অন্যরকম। সেটা হলো নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে খেলা। আপনারা সবাই জানেন যে, এটা অনেক চ্যালেঞ্জিং। শুধু আমরাই নই, একটি প্রতিষ্ঠিত দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য আশা করি আরও বেশি। নিউজিল্যান্ডে আবাহাওয়াটা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা থেকে ভিন্ন রকম।’
টাইগাররা প্রথমে অস্ট্রেলিয়া যাচ্ছে যাতে করে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহজ হয় । বৃহস্পতিবার রাতে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজের ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে  প্রথম দফায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে । শনিবার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দ্বিতীয় দফায় ঢাকা ছাড়বে দলের বাকি সদস্যরা।
উল্লেক্য লাল-সবুজের বাংলাদেশ দল নিউজিল্যান্ডে সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে। টাইগাররা সেখানে বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *