র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ২ জন নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের উরুবাড়িয়া খালে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছে। এই ঘটনা ঘটে বুধবার সকালে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সেখান থেকে বনদস্যুদের ব্যবহৃত ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

র্যাবের একটি দলের টহলকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে বনদস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। বনদস্যুরা গুলি বিনিময়ের পর সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি মৃতদেহ এবং উল্লেখিত অস্ত্র ও গুলি পাওয়া যায়।