ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভুমিকম্পে নিহত ২০
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে।
এই ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে দেশটির আবহাওয়া বিভাগ সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে। ২০০৪ সালে আচেহ প্রদেশেই আগাত হেনেছিল সুনামি যার ফলে সেখানে ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।