মেহেরপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার পুরাতন মঠমুড়া গ্রামে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
গাংনী থানার ওসি আহসান হাবীব এ খবর নিশ্চিত করে জানান, ‘একদল ডাকাত ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘিরে ফেললে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। আত্নরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় আধাঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।’
ওসি আহসান জানান পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি তাজা বোমা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের চিকিত্সা দেওয়া হয়েছে।