ইসি গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা গণভবনে পৌঁছে দিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের দুই নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে এই প্রস্তাবনা পৌঁছে দেন।
বিএনপির দুই নেতা প্রায় ২০ মিনিট বঙ্গভবনে অবস্থানের পর বেরিয়ে আসেন। রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমান তাদের কাছ থেকে খালেদা জিয়ার প্রস্তাবনা গ্রহণ করেন।
বঙ্গভবন থেকে বেরিয়ে রিজভী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার প্রস্তাবনার কপি আমরা রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দিয়েছি। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গেছেন। রাষ্ট্রপতি দেশে ফেরার পর এই কপি তার কাছে পৌঁছানো হবে বলে আশ্বাস দিয়েছেন সহকারী সামরিক সচিব।
রিজভী আরও জানান, রাষ্ট্রপতি দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন।তার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তখন বিএনপির প্রস্তাবনাগুলো রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে।
রাষ্ট্রপতি দেশের বাইরে জেনেও আপনারা কেন এলেন, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বঙ্গভবনের কর্মকর্তারা আমাদেরকে আগেই এই তারিখ দিয়েছিলেন। আমরা সেই সময় অনুযায়ীই এসেছি।