ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো আসামি গ্রেফতার
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি সোহেলকে (৪২) গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জের নূরেরচালা এলাকায় সোহেলের বাসায় কারাগারের একটি টিম অভিযান চালিয়ে রবিবার ভোর ছয়টায় তাকে গ্রেফতার করে।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার কেরানীগঞ্জে কারাগারের সিনিয়ার জেল সুপার জাহাঙ্গীর কবির । মঙ্গলবার দুপুরে ঢামেকের ২১৭ নম্বর ওয়ার্ডের টয়লেটে যাওয়ার কথা বলে সোহেল পালিয়ে যায়। সোহেল একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আজিজুল হাকিম ও নজরুল মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য।