কক্সবাজারের চকোরিয়ায় অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
র্যাব সূত্রে জানা যায় কক্সবাজারের চকোরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় দুটো অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেছে।
র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহউদ্দিন আহমদ জানান, ওই কারখানা দুটোতে অভিযান চালিয়ে সেখান থেকে অনেক দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।