জাতিসংঘ আরো ৮৫০ বাংলাদেশি শান্তিরক্ষী চেয়েছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনকে জাতিসংঘ সদর দফতরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষীদল পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।
বাংলাদেশ শান্তিরক্ষীদল পাঠানোর এই প্রস্তাব গুরত্বের সাথে গ্রহণ করেছে । প্রস্তাব মোতাবেক পদাতিক ব্যাটালিয়ন পাঠানোর প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। উল্লেখ্য জাতিসংঘ গত অক্টোবরেও সাউথ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল । আর সাউথ সুদানের উয়াও অঞ্চলের জন্য নতুন দল চাওয়া হয়েছে।
বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৫০ জন শান্তিরক্ষী নিয়োজিত আছে। এর মধ্যে ১৯৮ জন নারী সদস্য আছেন। ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রায় ১ লাখ ৪৬ হাজার ১৪৩ জন সদস্য ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে মিশন সম্পন্ন করেছেন।