তুর্কমেনিস্তানে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরী অবতরন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। এ খবর নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বোয়িং ৭৭৭ ফ্লাইটি তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভাট হয়ে ল্যান্ডিং করেছে । সেখানে উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে বলে জানা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ।