ঘুমের ব্যাঘাত ঘটায় শিশুকে পুকুরে ফেলে হত্যা করেছে পাষন্ড পিতা
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটের বিয়ানিবাজারের একটি গ্রামে উজ্জ্বল আহমেদ ও রহিমা বেগমের ছয় মাস বয়সী কন্যা শিশু গত শুক্রবার ভোর রাতে কান্নাকাটি করছিল। রহিমা বেগম তাঁর শিশুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোরের দিকে সেই শিশুটি আবার কাঁদতে থাকে। তারপর ঘুমের ব্যাঘাত ঘটায় রাগে বিরক্তিতে শিশুটিকে নিয়ে পুকুরে ফেলে দেয় তার বাবা। শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বাবা উজ্জ্বল আহমেদ এখন জেলে আছেন।
গত শুক্রবার ভোরের দিকে জবিয়ানি বাজারের মুড়িয়া ইউনিয়নের ঘুঙানিয়া গ্রামের এক পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় শিশুর বাবা ও মা দুজনকেই সন্দেহ করে। অবশ্য শিশুটির বাবা আইনি জটিলতা এড়াতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছিল।কিন্তু পুলিশ দুজনকেই বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছিল। শিশুর পিতা উজ্জ্বল আহমেদকেই তাদের বেশি সন্দেহ হচ্ছিল।
রহিমা বেগমকে যথেষ্ট অসুস্থ মনে হওয়ায় শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার বাবাকে শনিবার আটক করে পুলিশ। রহিমা বেগম শনিবার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উজ্জ্বল আহমেদ রবিবার সিলেটের আদালতে স্বীকার করে নেন যে ঘুমের ব্যাঘাত ঘটার কারণে তিনি তার ছোট মেয়ে শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছেন। উজ্জ্বল আহমেদ ওয়ার্কশপে কাজ করতেন।খবরঃবিবিসি