সত্তর বছরের মধ্যে সবচে উজ্জ্বল আর বড় চাঁদ দেখা যাবে আজ রাতে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পৃথিবীর কাছাকাছি এত বড় আর উজ্জ্বল চাঁদ বিগত সত্তর বছরের মধ্যে দেখা যায়নি। আজ রাতে সুপারমুন নামে এই বড় ও উজ্জ্বলতম চাঁদের দেখা মিলবে।পৃথিবীর খুব কাছে চলে আসায় খালি চোখেই দেখা যাবে এই চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ আজ রাতে চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যাবে।
আর সেই সঙ্গে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে আজকের দিনে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। চাঁদের এমন অবস্থা পুনরায় দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। উত্তর আমেরিকার মানুষ এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন, নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসলে এমন অবস্থার সৃষ্টি হয়।
সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ দূরত্ব প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে।খবরঃবিবিসি