মিয়ানমারে নতুন করে সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে ৩০জন রোহিঙ্গা মুসলিম নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৩০ ব্যক্তি নিহত হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে নতুন এক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা রামদা জাতীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছিল বলে দেশটির সেনাবাহিনী দাবী করছে।

ruhiga-village

এর আগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার। এ ঘটনার পর সেখানকার রোহিঙ্গা মুসলমানরা নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বলে জানা যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালালে দুজন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হওয়ার পর ঐ এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।

myanmer-army

মিয়ানমারের সরকারী সূ্ত্র জানায় , প্রায় শপাচেক রোহিঙ্গা সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে সৈন্যদের সাহায্যার্থে দুটি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।তবে, হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন প্রকাশিত ছবিতে ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে যা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি।

এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হিসেবে অভিহিত করছে মিয়ানমার সরকার। বার্মিজরা রোহিঙ্গাদের পছন্দ করে না এবং তারা মনে করে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *