গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামির আদালত থেকে পলায়ন

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকার আদালত পাড়া থেকে পালিয়েছে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল(২৬)।আর দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আজ সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন। রুবেলকে নিয়ে বাড্ডা থানার এস আই ইমরান উল হাসান নিম্ন আদালতে যান। তার সঙ্গে ছিলেন এক পুলিশ কন্সটেবল। ম্যাজিস্ট্রেটের কক্ষে নেয়ার আগেই রুবেল কৌশলে পালিয়ে যায়।

গত শুক্রবার র্যাব রুবেলকে গ্রেফতারের পর শনিবার বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে পুলিশ ওইদিনই গ্রেফতার করে।