দীপন ও ব্লগার হত্যার নির্দেশদাতা চাকরিচ্যুত মেজর জিয়া: ডিবি

নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম

সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক হলেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যা নিলয় হত্যার নির্দেশদাতা বড় ভাই। তার নির্দেশেই লেখক অভিজিৎ রায়সহ ১০-১২ জনকে হত্যা করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন। তিনি জানান,ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে প্রকাশক দীপন ও ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খায়রুল ওরফে রিফাত ওরফে জামিলকে গ্রেফতার করে । খায়রুল হলেন আনসারুল্লাহ বাংলাটিমের আইটি বিশেষজ্ঞ।
mejor-zia
খায়রুল বিভিন্ন লেখক, ব্লগার ও প্রকাশকের তথ্য সংগ্রহ করে তার বড় ভাইয়ের কাছে উপস্থাপন করত বলে জানান

আবদুল বাতেন। আর বড় ভাই  নির্দেশ দিলে হত্যাকান্ড ঘটানো হত। এছাড়া খায়রুল কিলিং মিশন শেষ হওয়ার পর দায় স্বীকারের বিষয়টি দেখাশুনা করতেন। ডিবির যুগ্ম কমিশনার জানান, অভিজিৎ হত্যায় সংগৃহীত ভিডিও ফুটেজটি খায়রুলকে দেখানোর পর কিলিং মিশনে অংশ নেয়া চার যুবককে সে শনাক্ত করেছে।
উল্লেখ্য ২০১৫ সালের ৩১শে অক্টোবর জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেটে  খুন করা হয়। আর একই বছরের ৮ই আগস্ট ব্লগার নিলয়কে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায়  কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *