ট্রাম্পকে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা হতে চলেছেন।

 

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন  প্রকাশ করেছেন অনেক বিশ্ব নেতৃবৃন্দ। ডোনাল্ড ট্রাম্পকে পশ্চিমা গণতন্ত্রের মূল্যবোধকে সম্মান জানানোর জন্যে আহবান জানিয়েছেন ইউরোপের নেতারা। ডোনাল্ড ট্রাম্পের জয় এক অনিশ্চিত সময়কে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।tramp

মি ওঁলাদ ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলছেন, গণতান্ত্রিক দেশে এমনটাই নিয়ম। বিশ্ব শান্তি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এসব কিছুই যে বিপদগ্রস্ত সেটা মনে রাখতে হবে বলেছেন তিনি।

বিষয়টি নিয়ে সাবধানতার সাথে জাতিসংঘ মহাসচিব, ইউরোপিও ইউনিয়ন, লাতিন আমেরিকার দেশ, ইরান, ফিলিস্তিন সহ অনেক দেশের নেতৃবৃন্দই  তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে ট্রাম্পকে আশার বানীও শুনিয়েছেন অনেকে। ইসরাইলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানইয়াহু আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আশার বানী এসেছে। মি নেতানইয়াহু ট্রাম্পকে ইসরাইলের খুব ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন।

বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের জয় স্বয়ং তার নিজের শিবিরের লোকজনের কাছেই অপ্রত্যাশিত বলে মনে করছেন । তার বিজয়ে নিজের দেশেও  অনেকেই উদ্বিগ্ন।

 

Leave a Reply

Your email address will not be published.