টস জিতে খুলনা টাইটান ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিপিএলের ৩য় খেলায় টস জিতে বেট করে খুলনা টাইটান ৮ উইকেটে ১৩৩ রান করে। খুলনা টাইটানের পক্ষে মাহমুদুল্লাহ ২১ বলে ৩২ আর ভেসেল করেন ২২ বলে ৩২ রান।আবুল হাসান রাজু ৫টি উইকেট নেন।
রাজশাহী কিংস ১৩৪ রানের টার্গেট নিয়ে বেট করতে নেমে নুরুল হাসানের উইকেট হারিয়ে ২১ বলে ২০ রান করে। সাব্বির রহমান ৪ বলে ৪ রান করে আউট হন।তার পর ওমর আকমল ০ রানে আউট হন দলীয় রান তখনো ২৪। শেষ পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেটে ৫৫ রান নিয়ে খেলা চলছে।