বিপিএলের আজকের খেলায় চিটাগাং ভাইকিং ২৯ রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে
স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয়। চিটাগাং ভাইকিং বেটিং এ নেমে দলীয় ৩৫ রানের মাথায় প্রথম স্মিতের উইকেট হারায়।তিনি ১৫ বলে ৯ রান করেন।
দলীয় ৮০ রানের সময় ৩৮ বলে ৫৪ রান করে তামিম ইকবাল রান আউট হন।৩য় উইকেটের পতন হয় দলীয় ১০১ রানের মাথায়। এনামুল হক ১৮ বলে ২২ রান করে আউট হন।তারপর সোয়েব মালিক ও জহুরুল ইসলাম যথাক্রমে ২৮ বলে ৪২ ও ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।চিটাগাং ভাইকিং শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৬১ রান করে।
জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেট করতে নেমে দলীয় ৯ রানে ইমরুল কায়েস ৪ বলে ৬ রান করে স্মিতের বলে এনামুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দলীয় ৩৬ রানে স্যামুয়েল ১৮ বলে ২৩ রান করে আব্দুর রাজ্জাকের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন।৩য় উইকেটের পতন হয় দলীয় ৪৬ রানের মাথায়।এ সময় লিটন দাস ১৮ বলে ১৩ রান করে মোহাম্মদ নবীর বলে এনামুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন।তারপর দলীয় ৫৮ ও ৭২ রানে আরো ২টি উইকেটের পতন হয়। নাজমুল হোসেন শান্ত ৪৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।কুমিল্লা ভিক্টোরিয়ান্সএর আর কেউ তেমন সুবিদা করতে পারেনি।শেষ পর্যন্ত তারা ৮ উইকেটে ১৩২ রান করে।
ফলে চিটাগাং ভাইকিং ২৯ রানের জয় পায়।
মোহাম্মদ নবী ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন।