কুমিল্লার দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান ও তার শ্যালকে গুলি করে হত্যা
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও তার শ্যালক কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে আজ ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন(৪৮) ও তার শ্যালক মহিউদ্দিন(৩৫)।নিহত মনির হোসেন তিতাস উপজেলার জিয়াকান্দি ইউপি চেয়ারম্যান ছিলেন।
জানা যায় পূর্ব শক্রতার জের ধরে একদল দুর্বৃত্ত সকাল সাতটার দিকে চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায় । এ ঘটনায় অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মহিউদ্দিন মারা যান। চেয়ারম্যান মনির হোসেনের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর।