আকাশ থেকে লাফ দেয়ার দৃশ্য ধারণ করতে গিয়ে ভারতে ডুবে মরলেন দুই স্টান্টম্যান

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দুই স্টান্টম্যান দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের কাছে একটি হ্রদে হেলিকপ্টার থেকে লাফ দিয়েছিলেন। আর সেই হ্রদের পানিতে ডুবেই তাদের মৃত্যু হল।একটি কানাড়া ভাষার চলচ্চিত্রের জন্য অনিল ভার্মা ও রাঘব উদয় নামে এই দুই স্টান্টম্যান অভিনয় করছিলেন।

stantman

মূল অভিনেতার পরিবর্তে তার মত পোশাক পরে ও মেকাপ নিয়ে স্টান্টম্যানরা মূলত চলচ্চিত্রের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে অভিনয় করে থাকেন। আর পরে দর্শক পর্দায় দেখে মনে করে, দৃশ্যগুলো হয়ত নায়ক বা নায়িকা নিজেই করেছেন।

নিহত দুই স্টান্টম্যান সাঁতার জানতেন না। হ্রদে লাফিয়ে পড়ার পর তাদের দ্রুত উদ্ধারের জন্য কোন ব্যবস্থাও নেয়া হয়নি।

পুলিশ সিনেমাটির প্রযোজকদের বিরুদ্ধে মামলা করেছে অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতার অভিযোগ এনে।

সিনেমাটির এরকম ঝুকিপূ্র্ন শুটিংয়ের জন্য সতর্কতামূলক কোন ব্যবস্থাই নেযনি কর্তৃপক্ষ। কেউ কোন লাইফ জ্যাকেট পড়েনি এবং সেখানে কোন উদ্ধারকারী দল বা অ্যাম্বুলেন্সও রাখা হয়নি।

কানাড়া ভাষার চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের একজন দুনিয়া বিজয় নিহত দুই স্টান্টম্যানের সঙ্গে হ্রদের পানিতে লাফ দিয়েছিলেন। তিনি অবশ্য কোন ক্ষয়ক্ষতি ছাড়াই সাঁতর কেটে তীরে উঠতে পেরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *