নাসিরনগরে রাত জেগে হিন্দু বাসিন্দারা পাহারা দিচ্ছেন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আবারো হামলার আশস্কায় নাসিরনগরের হিন্দু বাসিন্দারা রাত জেগে পাহারা দিচ্ছেন।হামলার এক সপ্তাহ পরও তারা নিরাপদ মনে করছেন না।হিন্দু বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

বিশেষ করে যেসব পরিবারে বিবাহযোগ্য মেয়েরা আছেন, নিরাপত্তার আশঙ্কায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন অন্য কোথাও। কেউ কেউ আশ্রয় নিচ্ছেন মুসলিম প্রতিবেশীদের বাড়িতেও। এদিকে স্থানীয় হিন্দু কমিউনিটির লোকেরা জানাচ্ছেন সূত্রধর পাড়া, ঘোষপাড়া, দাশপাড়া সহ কিছু এলাকার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া অনেক মানুষ এখনো ঘরে ফেরেননি।

nasirnagar

নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী জানান লুটপাটের সময় অনেক নারীর শরীর থেকে স্বর্ণের গহনা খুলে নেয়া হয় এবং নির্যাতন করা হয়। তিনি বলেন রাত জেগে ৭/৮ জন মিলে আমরা পাহারা দেই। আইনজীবী রাকেশ চন্দ্র সরকার জানান এলাকার অনেক বাসিন্দাই রাত নেমে এলেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই তাদের স্ত্রী কন্যাদের বাড়িতে রাখতে সাহস পাচ্ছেন না। আবার অনেকে প্রতিবেশী মুসলিম পরিবারে রাতের বেলায় আশ্রয় নেন।

nasir-nagor

নাসিরনগরে হামলার ঘটনার পর বিতর্কিত ভূমিকার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান নিশ্চিত করেছেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাদেরকে আগেই প্রত্যাহার করা হয়েছিল ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *