ভারত সরকার হিন্দী সংবাদ চ্যানেল এনডিটিভি বন্ধ করে দিচ্ছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারত সরকার সেদেশের হিন্দি সংবাদ চ্যানেল এনডিটিভি ইন্ডিয়াকে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসাবে ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দিচ্ছে।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে এ বছরের জানুয়ারীতে পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলার সময়ে ওই চ্যানেলটির প্রতিবেদনে কৌশলগত ও স্পর্শকাতর কিছু তথ্য পরিবেশন করার দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ndtv-office

এনডিটিভি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে ওই ঘটনার সময়ে তাদের চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনগুলি নিশ্চিতভাবেই ‘ব্যালান্সড’ ছিল।সাতজন ভারতীয় সেনাসদস্য ও ছয়জন জঙ্গি নিহত হয়েছিলেন পাঠানকোটের ওই হামলায়।

ভারতের দাবী পাকিস্তান ভিত্তিক সংগঠন জয়েশ-এ-মুহাম্মদ ওই ঘটনার জন্য দায়ী ছিল। ঘটনার পর পাঠানকোটে পাকিস্তান থেকে একটি দলও তদন্ত করতে এসেছিল।

এনডিটিভি-র হিন্দি চ্যানেলটির বিরুদ্ধে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগেই অভিযোগ তুলেছিল যে ওই হামলা চলাকালীনই পাঠানকোট বিমান ঘাঁটির কোথায় অস্ত্রভান্ডার আছে, যুদ্ধবিমানগুলি কোথায় রাখা আছে – এধরণের কৌশলগত তথ্য তাদের প্রতিবেদনে তুলে ধরেছিল ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যে ৯ই নভেম্বর মাঝরাত থেকে ২৪ ঘন্টার জন্য এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ পাঠানকোটের ঘটনার সময় এনডিটিভি’র কাভারেজ নিয়েই।

এই ‘অভূতপূর্ব সিদ্ধান্তে’র বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা তারা খতিয়ে দেখছে বলে এনডিটিভি এক বিবৃতিতে জানিয়েছে।অন্যদিকে সরকারের এ সিদ্ধান্তে পক্ষে বিপক্ষে ভারতে শুরু হয়েছে জোর বিতর্ক।খবরঃবিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *