ভারতে বোর্ডিং স্কুলের ১২ ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ৭ শিক্ষক গ্রেফতার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক স্কুলের অন্তত ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭ জন শিক্ষক সহ মোট এগারোজনকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।এর মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও রয়েছেন।

মহারাষ্টের পুলিশ জানিয়েছে আরও কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করা হতে পারে।মহারাষ্টের বুলদানা জেলায় নিনাধি আশ্রম নামের ওই বেসরকারী আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীরা পড়াশোনা করে থাকে। ধর্ষিতদের সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী।

buldhana

সম্প্রতি দিওয়ালির ছুটিতে ছাত্রীরা বাড়ি গিয়েছিল। জলগাঁও জেলার হালখেড়া গ্রামের তিন ছাত্রীও ওই স্কুলে পড়ে। অন্যান্যদের মতো ছুটোছুটি না করে চুপচাপ বসেছিল দেখে তাদের আত্মীয়স্বজনরা জানতে চান কী হয়েছে। তখন ওই ছাত্রীরা জানায় তাদের পেটে ব্যথা, ভেতরে একটা ভারী কিছু আছে বলে মনে হয় সবসময়ে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায় তারা সন্তানসম্ভবা। আর তখনই ধর্ষণের ঘটনাটি জানা যায়। পুলিশ জানিয়েছে ধর্ষিত ছাত্রীদের চিকিৎসার জন্য আকোলা জেলার একটি হাসপাতালে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *