ব্রেক্সিট নিয়ে আদালতের রায়ে নতুন জটিলতায় যুক্তরাজ্য
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাজ্যের হাইকোর্ট দেশটি ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা সে বিষয়ে পার্লামেন্টে ভোট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে হলে সরকারকে পার্লামেন্টের অনুমতি নিতে হবে বলে বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত জানিয়েছে।
লিসবন চুক্তির অনুযায়ী গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজ দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যেকোনো সদস্য রাষ্ট্র জোট থেকে সরে যেতে পারবে বলে এই চুক্তির ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে।
এদিকে থেরেসা মে জানান, পার্লামেন্ট সদস্যদের ভোট দেয়ার প্রয়োজন নেই। তবে এ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এবিষয়ে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে আগামী সোমবার । প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে থেরেসা মে কোনোভাবেই এই সিদ্ধান্তে দেরী করতে চান না।
অন্যদিকে বিষয়টিকে সংসদে উত্থাপনের জন্য আহ্বান জানান লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ব্যবসায়ী জিনা মিলার ব্রেক্সিট নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন । বৃহস্পতিবার আদালতের রায়ে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ব্রিটিশ সংবিধানের সবচেয়ে মৌলিক আইন হচ্ছে পার্লামেন্ট স্বাধীন প্রতিষ্ঠান।পার্লামেন্ট চাইলে যে কোনো আইন তৈরি করতে ও বাদ দিতে পারে।’
তিনি বলেন, ‘রাজকীয় বিশেষ অধিকার বলে আর্টিকেল ৫০ অনুসারে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে প্রত্যাহার করার ক্ষমতা সরকারের নেই।’
এদিকে এ রায়ের ওপর আপিলের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাওয়া যাবে ডিসেম্বরের শুরুর দিকে ।খবরঃ বিবিসি