বাংলাদেশের শীর্ষ করদাতা ‘হাকিমপুরী জর্দা’র কাউছ মিয়া

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মতো শীর্ষ ১০০ জন কর দাতার যে তালিকা প্রকাশ করেছে তাতে অনেক নামীদামী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে পেছনে ফেলে সেখানে শীর্ষ স্থান দখল করেছেন তামাক পণ্য ব্যবসায়ী মো. কাউছ মিয়া।

গত বছরও শীর্ষ দশজনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেও প্রথম স্থানে ছিলেন তিনি। শীর্ষ করদাতার পুরস্কার এর আগেও পেয়েছেন তিনি।

kaos-miah

মাত্র আড়াই হাজার টাকা নিয়ে পঞ্চাশের দশকে হাকিমপুরী জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মালিক মো. কাউছ মিয়া তার ব্যবসা শুরু করেছিলেন ।এখন তার বিভিন্ন ব্যবসা আর জায়গাজমি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা।

চাঁদপুরে স্টেশনারী দোকানের মাধ্যমে তিনি ব্যবসা শুরু করেছিলেন। এর পরের ২০ বছরে ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে থাকলে তিনি নারায়ণগঞ্জে চলে আসেন।আর শুরু করেন তামাকের ব্যবসা।বাংলাদেশে তখন তামাক  চাষ হতো না। তামাক আসত পাকিস্তানের মারদান থেকে।তার মাথায় জর্দা উৎপাদনের ভাবনা আসে তামাকের ব্যবসা থেকেই।

hakimpuri-jorda

প্রথমে তিনি বাজারে ছাড়লেন ‘শান্তিপুরী জর্দা’।পরে সেটা নকল হতে থাকায় ১৯৯৬ সাল থেকে নতুন নাম দেন’হাকিমপুরী জর্দা’।

কাউছ মিয়া ছেষট্টি বছর ধরে ব্যব্সা করছেন।তার মধ্যে চার-পাঁচশ কোটি টাকা তামাক ও জর্দার ব্যবসা থেকেই তিনি লাভ করেছেন।করদাতা হিসেবে তিনি পাকিস্তান আমল থেকেই পুরস্কৃত হয়ে আসছেন। অনেকবার সর্বোচ্চ করদাতা হতে পেরে তিনি খুশি। অন্য ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে। কিন্তু তিনি কখনো ব্যাংকের টাকা নেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *