কক্সবাজার ৪ আসনের সরকার দলীয় এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
কক্সবাজার ৪ আসনের সরকার দলীয় সেই সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।উল্লেখ্য বছর দুই আগে দুদকের মামলায় আত্মসমর্পন করে ১৯ দিনের মত কারাভোগ করে জামিন পাওয়ার পর তাকে বরণ করে নিতে তার সমর্থকরা শতাধিক তোরণ তৈরি করেছিল যা ঐ সময়ে ব্যাপকভাবে খবরের শিরোনাম হয়েছিল।
দুর্নীতি দমন কমিশন এমপি বদির বিরুদ্ধে জানা আয়ের বাইরে সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এই মামলা করেছিল। তাকে দশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে রায়ে। আরও তিন মাস কারাভোগ করতে হবে বদিকে যদি এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক রায় ঘোষণা করেন সরকার দলীয় এই এমপির উপস্থিতিতে। গত বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল ২০১৪ সালে দুদকের করা এই মামলার । মামলার এজাহারে উল্লেখ করা হয় আব্দুর রহমান বদি আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখের বেশি টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন রেখে বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন।