হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম আবার গ্রেপ্তার
নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক) হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে।তাকে মঙ্গলবার বিকাল তিনটার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য ।
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন বাদী হয়ে আজ দুপুরে মতিঝিল থানায় এই মামলাটি দায়ের করেন। তাকে গ্রেফতার করে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম।