ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের উইকেট নেয়ার পর সাকিব আল হাসান স্যালুট দেওয়ার কারন

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই জয় পেয়েছে।ইংলিশ ক্রিকেটাররা মূলত মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৬৪ রানে অলআউট হয়ে যায়।

আর ইংল্যান্ড দলের যখন একের পর এক উইকেট পতন শুরু হলো, বাংলাদেশের দর্শকদের মধ্যে তখন চরম উত্তেজনা ও আনন্দের ঢেউ বয়ে যচ্ছিল। অন্যদিকে খেলোয়াড়রাও চরম উত্তেজনায় ভুগছিল।

shakib-al-hasan

এরই মধ্যে দর্শকদের নজরে আসে – ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের উইকেট নেয়ার পর সাকিব আল হাসান এক স্যালুট দেন।সাকিব কেন ওই স্যালুট দিয়েছিলেন তা সে সময় দর্শকরা জানতে পারেনি। আর এই স্যালুট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছিল, নিজেরা স্যালুট দিয়ে ফেসবুকে ছবিও শেয়ার করেছেন অনেক ক্রিকেট ভক্ত।

shakib-al-hasan

তবে সাকিব আল হাসান নিজেই আজ স্যালুটের রহস্য ভেদ করেছেন।সাকিব আল হাসান টুইটারে লিখেছেন, “বাংলাদেশে এই সিরিজ খেলতে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদেরকে বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *