২য় টেষ্টের ২য় ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ২৯৬ রান করেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
২য় দিনের ৩ উইকেটে ১৫২ রান নিয়ে ৩য় দিন বেট করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রান করেছে বাংলাদেশ।ইমরুল কায়েস ও সাকিব আল হাসান জুটি ২০০ রান পাড় করে ইমরুল কায়েস আউট হন।তারপর সাকিব আল হাসান ও মোসফিকুর রহিম বেশি সময় টিকে থাকতে পারলেন না। সাকিব ৮১ বলে ৪১ রান করে আউট হন।
দলীয় ২৩৮ রানের মাথায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পরপর আউট হন।মুশফিকুর রহিম করেন ২৯ বলে ৯ রান।সাব্বির ও শুভাগত মারমুখী ভুমিকায় খেলতে যেয়ে দলীয় ২৬৮ রানের মাথায় সাব্বির রহমান আদিল রশিদের বলে এলবিডাব্লিও হয়ে ১৭ বলে ১৫ রান করে আউট হন। শুভাগত হোম ২৮ বলে ২৫ রান করেন।
২য় ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ২৯৬ রান করে ২৭২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ২২০ ও ২৯৬
ইংল্যান্ড ২৪৪ ও ৪২/০
খেলা চলছে।