অবশেষে বাংলাদেশ ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারালো

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টেষ্ট সিরিজের ২য় টেষ্টে ১০৮ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ ইংল্যান্ডকে হারালো।এই জয়ের ফলে সিরিজের ফলাফল দাঁড়ালো ১-১।
২য় টেষ্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২২০ রানে অলাউট হয়।প্রথম ইনিংসে তামিম ইকবাল ১০৪ রান করেন।জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড বেট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয়।গতকাল ২য় দিনে ২য় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে।আজ আবার ৩য় দিনে বেট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশ ২৯৬ রান করে ২৭২ রানের লিড নেয়।
তামিম ইকবাল ৪৭ বলে ৪০ রান করেন। আর প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৪৭ বলে ১০৪ রানের এক দূর্দান্ত ইনিংস। ইমরুল কায়েস ২য় ইনিংসে ১২০ বলে ৭৮ রান করেন।গতকালই ৩ উইকেটে ১৫২ রান করার ফলে জয়ের ভিত রচনা হয়।২য় ইনিংসে মাহমুদুল্লাহ করেন ৮১ বলে ৪৭ রান।গতকাল শেষ ওভারের শেষ বলে এগ্রেসিবলী খেলতে যেয়ে তিনি আউট হন।
সাকিব আল হাসান ৮১ বলে ৪১ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন।মুসফিকুর রহিম ২৯ বলে ৯ রান আর সাব্বির ১৭ বলে ১৫ রান করে আউট হন।শেষদিকে শুভাগত হোম ২৮ বলে ২৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন।২য় ইনিংসে রান সংগ্রহে মোটামোটি সকলেরই অবদান ছিল।
জবাবে ২য় ইনিংসে খেলতে নেমে ইংল্যান্ড ভালভাবেই জবাব দিচ্ছিল। বিনা উইকেটে তারা ১০০ রান করে বোলারদের উপর চড়াও হন।ইংল্যান্ড ১০০ রানে প্রথম ডাকেটের উইকেট হারায়।মেহেদী হাসান মিরাজ বোল্ড করে ডাকেটকে থামান।আউট হওয়ার আগে তিনি ৬৪ বলে ৫৬ রান করেন।ইংল্যান্ডের দলীয় ১০৫ রানের মাথায় সাকিব আল হাসান রুটকে এলবিডাব্লিওর ফাদে ফেলে আউট করেন।দলীয় ১২৭ রানের মাথায় এলিস্টার কোক আউট হলে আর কেউই বাংলাদেশী বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি।ইংল্যান্ড ললের ৪ জন ০ রানে আউট হন।সর্বশেষ ১৬৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ফলে বাংলাদেশ ১০৮ রানের বিশাল জয় লাভ করে।আর এ জয়ের ফলে সিরিজ ১-১ ড্র হল।মেহেদী হাসান মিরাজ নেন ৬ উইকেট।তিনি ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন।সিরিজে মিরাজ নেন ১৯ উইকেট।সাকিব আল হাসান নেন ৪ উইকেট।আজকের খেলার উল্লেখযোগ্য দিক হল ১৭ উইকেটের পতন।
বাংলাদেশ ২২০ ও ২৯৬
ইংল্যান্ড ২৪৪ ও ১৬৪