মিরপুর টেষ্টের প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ২২০ করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ইংল্যান্ড বাংলাদেশ টেষ্ট সিরিজের ২য় টেষ্টে সব কটি উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ।জবাবে ইংল্যান্ড ৩ উইকেটে ৫০ রান করে আজকের দিনের খেলা শেষ করে।
টস জিতে বেটিং করে দলীয় ১ রানে বাংলাদেশ প্রথম ইমরুল কায়েসের উইকেট হারায়।তারপর মমিনুলকে সাথে নিয়ে তামিম ইকবাল বেশ ভালই করে যাচ্ছিলেন।তামিম মমিনুল ১৭০ রানের জুটি গড়েন।তারপর দলীয় ১৭১ রানে ১০৪ রান করে তামিম আউট হন।দলীয় ১৯০ রানের মাথায় মমিনুল ব্যাক্তিগত ৬৬ রান করে আউট হন। তারপর মাত্র ৪০ রান যোগ করে অল আউট হয় বাংলাদেশ।মঈন আলী নেন ৫ উইকেট।
জবাবে বেট করতে নেমে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৫০ রান করে আজকের খেলা শেষ করে।মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট আর সাকিব আল হাসান নেন ১ উইকেট।আজকের দিনটি মুলত বোলারদের দাপটেই শেষ হয়েছে।